জলপাইগুড়ি: বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার ও প্রাণনাশের হুমকির মুখে ঘরছাড়া হয়ে ভারতে অনুপ্রবেশ করলেন এক হিন্দু যুবক। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সীমান্ত এলাকা সুখানি দিয়ে অনুপ্রবেশ করার সময় তাকে আটক করে বিএসএফ (BSF)। পরে তাকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বুধবার ওই যুবককে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম জীবন বর্মন (২১)। তিনি বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামের বাসিন্দা। জীবন ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
জীবনের অভিযোগ, তিনি চিন্ময় প্রভুর মুক্তি দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এর পরই মৌলবাদীদের রোষের শিকার হন। তাঁকে ভয় দেখানো, হুমকি দেওয়া এবং মিথ্যে মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে প্রাণভয়ে তিনি নিজের গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন।
জীবন বর্মন বলেন, “বাংলাদেশে আমাদের মতো হিন্দুদের বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। চিন্ময় প্রভুর মুক্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেওয়াই আমার জীবনের কাল হলো। প্রাণ বাঁচাতে আমি সীমান্ত পেরিয়ে ভারতে আসতে বাধ্য হয়েছি।”
জলপাইগুড়ি সীমান্তে এমন ঘটনার জেরে প্রশাসনের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। বিএসএফ এবং পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হওয়া নির্যাতনের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।