ডিজিটাল ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের নতুন ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ার শো দেখতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি রেবতীর। গুরুতর আহত হন তাঁর ৯ বছরের সন্তান। ওই ঘটনার পর মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে অভিনেতা আল্লু অর্জুনসহ প্রেক্ষাগৃহের মালিক এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার সকালে অভিনেতাকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ।
দুর্ঘটনার পটভূমি : প্রিমিয়ার শো উপলক্ষে সন্ধ্যা থিয়েটারে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে যখন আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করেন। তাঁকে এক ঝলক দেখার জন্য উত্তেজিত দর্শকদের চাপে ভেঙে পড়ে থিয়েটারের মূল গেট। এই বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতীর। গুরুতর আহত অবস্থায় তাঁর ৯ বছরের সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ ও অভিযুক্তদের গ্রেপ্তারি : পুলিশ জানায়, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এবং আল্লু অর্জুনের টিম যথাযথ নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পুলিশকে আগাম তথ্য দেয়নি। এর ফলে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রেক্ষাগৃহের মালিকসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শুক্রবার আল্লু অর্জুনসহ আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতের পর্যবেক্ষণ ও জামিন : গ্রেপ্তারের পর নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে শুক্রবার তেলেঙ্গানা হাইকোর্ট ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেতাকে অন্তর্বর্তী জামিন দেয়। বিচারপতি পর্যবেক্ষণে জানান, “এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা রয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে যে ধারাগুলি আনা হয়েছে, সেগুলি প্রযোজ্য নয়। নাগরিক হিসেবে তাঁর ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে।”
আল্লু অর্জুনের মানবিক উদ্যোগ : দুর্ঘটনার পর মৃতার পরিবারের পাশে দাঁড়িয়ে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন। পাশাপাশি আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি।
‘পুষ্পা ২’-এর সাফল্যের মাঝেও বিতর্কের ছায়া : এদিকে, মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা ২’। আট দিনে ছবিটি বিশ্বজুড়ে ১১০৫ কোটি টাকার ব্যবসা করেছে। তবে এই সাফল্যের মাঝেও প্রিমিয়ার শোয়ের মর্মান্তিক ঘটনায় সিনেমার আনন্দ ম্লান হয়ে গিয়েছে।
সহকর্মীদের প্রতিক্রিয়া : অভিনেতার গ্রেপ্তারির ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি ছবির সহ-অভিনেত্রী রশ্মিকা মন্দনা বা ফাহাদ ফাসিল। তবে বলিউড তারকা বরুণ ধওয়ান অভিনেতার পাশে দাঁড়িয়ে বলেছেন, “সবসময় একজন তারকার পক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যা ঘটেছে তা দুঃখজনক, তবে এ ধরনের ঘটনায় সব দোষ একজনের উপর চাপানো ঠিক নয়।”
পরবর্তী পদক্ষেপ : মামলার তদন্ত চলছে। পুলিশের দাবি, অভিযুক্ত সবার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও আদালতের নির্দেশে আল্লু অর্জুন আপাতত জামিনে মুক্ত।