নৈহাটির বড়মার আশীর্বাদ নিয়ে ছবির প্রচারে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব

নৈহাটি : তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব সোমবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলা তাঁর নতুন ছবি খাদান-এর প্রচারে ব্যস্ত গোটা টিম। ছবির প্রচার পর্বে এদিন দেবের ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। তার আগে দেব নৈহাটির বড়মার কাছে পুজো দেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা হন।

ছবির প্রচারে দেব এবং তাঁর টিম জান লড়িয়ে দিচ্ছেন। খাদান ছবির গল্প ও নির্মাণ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। বড়মার পুজো দিয়ে দেবের এই সফর ছবির প্রতি তাঁর দায়বদ্ধতা এবং বিশ্বাসের প্রতিফলন।

Trinamool MP and actor Dev will promote the film with Barama's blessings

ছবিটির মুক্তি ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। দেবের এই সফর শুধু ছবির প্রচারেই নয়, এলাকাবাসীর কাছেও এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *