দিনবাজারে পুরসভার প্রতিনিধিদের পরিদর্শন, ব্যবসায়ীদের সাথে সরাসরি আলোচনা

জলপাইগুড়ি: দিনবাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য সোমবার দিনবাজার মার্কেট কমপ্লেক্স সহ অন্যান্য এলাকার পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিরা। নতুন মার্কেট কমপ্লেক্সে যেসব ব্যবসায়ী দোকান পেয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে সেখানে ব্যবসা শুরু করেছেন কিনা, তা সরেজমিনে খতিয়ে দেখেন পুরমাতা পাপিয়া পাল। তাঁর সঙ্গে ছিলেন চেয়ারম্যান ইন-কাউন্সিল সন্দীপ মাহাতো, ওএস তাপস দত্ত, ইঞ্জিনিয়ার যশোপ্রকাশ দেবদাস এবং অন্যান্য আধিকারিকরা।

নতুন মার্কেট কমপ্লেক্সের অনেক ব্যবসায়ী এখনও ব্যবসা শুরু করেননি বলে জানা গেছে। এদিন দিনবাজারের সবজি বাজার, মাছ বাজার এবং অন্যান্য এলাকাও ঘুরে দেখেন প্রতিনিধিরা। ব্যবসায়ীদের সাথে কথোপকথনের সময় কিছু ব্যবসায়ীর বাইরে পসরা সাজিয়ে বসার বিষয়েও অভিযোগ ওঠে।

পুরমাতা পাপিয়া পাল জানান, “আমরা চাই ব্যবসায়ীরা নির্ধারিত দোকানে প্রবেশ করে দ্রুত ব্যবসা শুরু করুন। সকলের সহযোগিতায় দিনবাজারের পরিস্থিতি আরও উন্নত হবে।”

চেয়ারম্যান ইন-কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, “বাইরে পসরা সাজানোর ফলে যানজটের সমস্যা তৈরি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি যেন তারা নির্ধারিত দোকানগুলিতে বসেন।”

দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা জানান, “কিছু সমস্যা থাকায় এখনও কয়েকজন ব্যবসায়ী দোকান শুরু করতে পারেননি। তবে আমরা বিষয়টি পুরসভার সঙ্গে আলোচনা করছি।”

এই পরিদর্শনের মাধ্যমে দিনবাজারের সার্বিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন পুরসভার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *