ক্ষুদ্র চা চাষীদের নিয়ে সচেতনতা শিবির ও কর্মশালা

জলপাইগুড়ি : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলহাটি মাইনোরিটি কমিউনিটি হলে মঙ্গলবার একদিবসীয় কর্মশালা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলার ক্ষুদ্র চা চাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় ২৭৮ জন চা চাষী উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি ও একটি সংস্থার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল।

কর্মশালায় চা চাষে নিরাপত্তা এবং আধুনিক চাষ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নাগরাকাটা চা গবেষণা কেন্দ্রের চা বিশেষজ্ঞ ডক্টর আজিজুর রহমান। তিনি চা বাগানগুলিতে কীটনাশকের সঠিক ব্যবহার, ফসল কাটার আগের সময় ব্যবধান এবং নিরাপদ চা চাষের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

কর্মশালায় বক্তব্য রাখেন ডক্টর সুরিন্দর কুমার, জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, সহ-সভাপতি তারক বোস এবং গোসাই বণিক।

সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, “ক্ষুদ্র চা চাষীদের আরও উন্নত ও নিরাপদ চা চাষে উৎসাহিত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নেওয়া হবে।”

চা চাষে নতুন প্রযুক্তি এবং নিরাপত্তার বিষয়গুলিকে সামনে রেখে এই কর্মশালা চাষীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *