উনিশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ছয় প্রার্থী জয়ী

জলপাইগুড়ি : জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উনিশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পেশ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত ছয় প্রার্থী।

নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল গত বুধবার ও বৃহস্পতিবার। মোট ছয়টি আসনে এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে, শাসকদল তৃণমূলের প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করলেও, বিরোধী পক্ষ থেকে কোনও প্রার্থী মনোনয়ন জমা করেননি। এর ফলে তৃণমূলের ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

বিজয়ী প্রার্থীরা হলেন: পরেশ রায়, ধীরেন রায়, সুনীল রায়, ইব্রাহিম মোহম্মদ, রুবি বানু এবং সেবিকা রায়।

তৃণমূলের পক্ষ থেকে বিজয় উদযাপনে আবির খেলায় মেতে ওঠেন কর্মী ও সমর্থকরা। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি জয়নাল আবেদিন বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের ছয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী নীতির কারণে রাজ্যের সর্বত্রই এমন ফলাফল দেখা যাবে।”

তবে বিরোধীরা অভিযোগের সুরে বলেছেন, এই নির্বাচন পূর্ব পরিকল্পিতভাবে গোপনে পরিচালিত হয়েছে। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস অভিযোগ করে বলেন, “বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার জন্য সবকিছু পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে।”

তৃণমূলের এই নিরঙ্কুশ জয়কে ঘিরে উচ্ছ্বাস দেখা গেলেও বিরোধী পক্ষের এই অভিযোগ নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *