কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগে হিটস অনুষ্ঠিত

জলপাইগুড়ি : আগামী ২৪শে ডিসেম্বর জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেওয়াই এমএ (JYMA) ময়দানে অনুষ্ঠিত হবে। তার আগে শুক্রবার একই ময়দানে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার হিটস।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা প্রভা সরকার জানান, এদিন প্রায় ২২টি ইভেন্টে ছাত্রীরা অংশগ্রহণ করেছে। ইভেন্টগুলির মধ্যে ছিল একশো ও দুইশো মিটার দৌড়, ক্যাঙ্গারু দৌড়, বিস্কুট সংগ্রহ দৌড়, লংজাম্প, হাইজাম্প, স্কিপিং, লৌহ বল নিক্ষেপ, এবং জাভলিন ছোড়া।

Heats held annual sports competition  Kadamtala High Girls School

তিনি আরও জানান, আজকের হিটস ইভেন্টে উত্তীর্ণ ছাত্রীরাই ২৪শে ডিসেম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি, যেসব প্রতিযোগী ফাইনাল ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে, তাদের পুরস্কৃত করা হবে।

বিদ্যালয়ের পক্ষ থেকে এমন ক্রীড়া উদ্যোগ ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার মানসিকতা এবং ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *