শিক্ষামূলক ভ্রমণে জলপাইগুড়ি মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা

জলপাইগুড়ি : জলপাইগুড়ি মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে একদিনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হল। অষ্টম, নবম এবং দশম শ্রেণীর মোট ৩৪ জন ছাত্রী নিয়ে আজ কোচবিহারের পুণ্ডীবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যায় স্কুল কর্তৃপক্ষ।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর সৌমেন মৈত্রর তত্ত্বাবধানে ছাত্রীরা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নতমানের চাষাবাদ কিভাবে করা হয় তা হাতে-কলমে শেখার সুযোগ পায়। তারা জৈব প্রযুক্তি দ্বারা চাষ, ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রক্রিয়া, অর্কিড ও জারভেরা চাষের পদ্ধতি এবং বিভিন্ন প্রকার ফল উৎপাদনের বিষয়গুলি সম্পর্কে জানে।

বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণ ব্যানার্জী, তমালিকা দত্ত, পারোমিতা দত্ত এবং পুষ্পা মিশ্রার নেতৃত্বে এই ভ্রমণের আয়োজন করা হয়। শিক্ষামূলক এই উদ্যোগের মাধ্যমে ছাত্রীরা কৃষি বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় এই বিষয় নিয়ে পড়াশোনা করবে বলে আশা করছেন স্কুল কর্তৃপক্ষ।

Students of Jalpaiguri Marwari Girls' School on educational trip

বিদ্যালয়ের শিক্ষিকা পুষ্পা মিশ্রা জানান, “ছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা এবং কৃষি বিষয়ে উচ্চশিক্ষার আগ্রহ বাড়ানোর জন্যই এই ভ্রমণের আয়োজন করা হয়েছে। তারা সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছে, যা তাদের ভবিষ্যতে কাজে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *