জলপাইগুড়ি: শহরের উপর দিয়ে জটলা বেঁধে থাকা কেবল টিভি ও ব্রডব্যান্ডের তার সরানোর কাজ শুরু করল জলপাইগুড়ি পুরসভা। বেশ কয়েকদিন আগে শহরের প্রাণকেন্দ্র থানা মোড় এলাকায় এই কাজের সূচনা হয়েছিল। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে রাখা তারগুলো শহরের সৌন্দর্যহানির পাশাপাশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

জলপাইগুড়ি পুরসভা বেশ কয়েকদিন আগে থেকেই শহরের বেসরকারি কেবল ও ব্রডব্যান্ড সংস্থাগুলিকে এই তার সরানোর জন্য নির্দেশ দিয়েছিল। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও সংস্থাগুলি কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুরসভা নিজ উদ্যোগে তার কাটা শুরু করে।
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী এবং অন্যান্য পুরসভার সদস্যরা শনিবার থানা মোড় এলাকায় উপস্থিত থেকে এই কাজ তদারকি করেন। সৈকত চ্যাটার্জী জানান, “বেসরকারি সংস্থাগুলিকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শহরকে পরিষ্কার এবং ঝুঁকিমুক্ত রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।”

পুরসভা জানিয়েছে, কেবল ও ব্রডব্যান্ড সংস্থাগুলির প্রতি তাদের কড়া মনোভাব থাকবে। শহরের অন্যান্য এলাকাতেও অনিয়মিত তার সরানোর কাজ চালানো হবে।
শহরবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। দীর্ঘদিন ধরে থানা মোড় ও অন্যান্য এলাকায় ঝুলে থাকা তারের কারণে দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা তৈরি হচ্ছিল। পুরসভার এই পদক্ষেপে শহরের পরিবেশ আরও নিরাপদ এবং সৌন্দর্যবর্ধন হবে বলে আশা করা হচ্ছে।