হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বহুজন সমাজ পার্টির প্রাক্তন জেলা সভাপতি জীবনকৃষ্ণ মজুমদার

বিকাশ সরকার : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বহুজন সমাজ পার্টির প্রাক্তন জলপাইগুড়ি জেলা সভাপতি এবং বর্তমান জেলা কোঅর্ডিনেটর জীবনকৃষ্ণ মজুমদার। ক্ষেত্রমোহন হাইস্কুলের বিদায়ী বিজ্ঞান শিক্ষক জীবনকৃষ্ণ মজুমদারের বয়স হয়েছিল ৭০ বছর। ধূপগুড়ি শালবাড়ীর বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি জলপাইগুড়ি কংগ্রেস নগরে বসবাস করতেন।

শনিবার সকালে জলপাইগুড়ি শহরের নিজের বাসভবনে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর অকাল প্রয়াণে পরিবার, স্থানীয় বাসিন্দা, সহকর্মী এবং বহুজন সমাজ পার্টির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বহুজন সমাজ পার্টির জেলা কমিটির সদস্য রাজেন্দ্র প্রসাদ মল্লিক বলেন, “জীবনকৃষ্ণ মজুমদার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তাঁর অকাল প্রয়াণে পার্টি এক গুরুত্বপূর্ণ স্তম্ভকে হারালো। এই ক্ষতি অপূরণীয়।”

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে উপস্থিত ছিলেন বহুজন সমাজ পার্টির রাজ্য সম্পাদক অনিল রায়, কোচবিহার জেলা সভাপতি পূর্ণ চন্দ্র বর্মন, জলপাইগুড়ি জেলা সভাপতি গণেশ মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জীবনকৃষ্ণ মজুমদারের মরদেহ জলপাইগুড়ি থেকে তাঁর পৈত্রিক গ্রাম শালবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। তাঁর পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছে বহুজন সমাজ পার্টি।

জীবনকৃষ্ণ মজুমদারের মৃত্যুতে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হলো। তাঁর অবদান এবং স্মৃতি দীর্ঘদিন ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *