বিশ্বজিৎ নাথ : চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির লড়াইয়ে শামিল হয়েছেন বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ। বৃহস্পতিবার সকালে কলকাতা ইসকন মন্দিরের সহ-সভাপতি রাধারমন দাস ব্যারাকপুরে এসে রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন। আইনজীবীর পুত্রের বাড়িতে গিয়ে রাধারমন দাস বলেন,
“রবীন্দ্র ঘোষ অত্যন্ত সাহসী ব্যক্তি। তিনি চিন্ময় প্রভুর মুক্তির জন্য ব্যক্তিগতভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন।”
রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে শুনানিতে হাজির থাকবেন। তবে অসুস্থতার কারণে যদি তিনি যেতে না পারেন, তাহলে অন্য আইনজীবীর মাধ্যমে এই লড়াই চালানো হবে বলে তিনি জানান।

আইনজীবী রবীন্দ্র ঘোষ ভারত, আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোর সহযোগিতার আশাও ব্যক্ত করেছেন। তিনি বলেন, “চিন্ময় কৃষ্ণ প্রভুকে বছরের পর বছর বিনা বিচারে বন্দি রাখতে চাইছে ইউনুস সরকার। এই অন্যায় মুক্তির জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।”
রবীন্দ্র ঘোষ কলকাতা ইসকন মন্দিরে গিয়ে সেখানে চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে নিজের দাবিকে তুলে ধরেন। ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস এবং মন্দির কর্তৃপক্ষ রবীন্দ্র ঘোষের এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির লড়াই এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর পথে। ইসকনের সক্রিয় সমর্থন এবং আইনজীবী রবীন্দ্র ঘোষের লড়াই এক নতুন মাত্রা যোগ করেছে।