জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের বার্ষিক পরিবেশ শিক্ষণ শিবির শুরু

জলপাইগুড়ি : জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে ৩৪তম বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ ও পরিবেশ শিক্ষণ শিবিরের সূচনা হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শিবির চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। পাথরঝোড়া-শিরুবাড়ি অঞ্চলে আয়োজিত শিবিরে জলপাইগুড়ি, কলকাতা এবং অন্যান্য স্থান থেকে স্কুল ও কলেজের ৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

শিবিরের মূল প্রতিপাদ্য হল “প্রকৃতিকে জানো, প্রকৃতিকে চিনো”। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রকৃতি সম্পর্কে আরও গভীর জ্ঞান এবং পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা তৈরি করা হবে।

শিবিরে থাকছে নানা ধরণের আকর্ষণীয় এবং শিক্ষামূলক কার্যক্রম, যেমন: এলাকা পরিচিতি, ফার্স্ট এইড প্রশিক্ষণ, রোপ নট ডেমো, সোলো ক্যাম্পিং, শেল্টার তৈরির কৌশল, প্রকৃতি সংরক্ষণ গেম, নেচার স্টাডি, ফরেস্ট ট্রেইল ও ট্রেকিং, নিকটবর্তী নদীর বাস্তুতন্ত্র সমীক্ষা ও বিশ্লেষণ।

শিবিরে অংশগ্রহণকারীদের শিক্ষাদান করছেন অভিজ্ঞ শিবির পরিচালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং শিবির পরিচালনায় দক্ষ বিশেষজ্ঞরা।

এই বার্ষিক পরিবেশ শিক্ষণ শিবির ইতিমধ্যেই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই শিবির দারুণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজকরা।

শিবির শেষে অংশগ্রহণকারীদের হাতে অভিজ্ঞতা সমৃদ্ধ একটি বিশেষ স্মারকও তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *