শিলিগুড়িতে SOG এবং ভক্তিনগর পুলিশের অভিযানে বড় সাফল্য, ১০ লক্ষ টাকার মাদক উদ্ধার

শিলিগুড়ি : মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং ভক্তিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমরনগর শিমুলগুড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক।

জানা গেছে, ওষুধের দোকানের আড়ালে চলছিল মাদক কারবার। অভিযানে ৩০টি কার্টুনে থাকা সাড়ে ৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং প্রায় ৫ হাজার নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

সমরনগর এলাকার একটি ওষুধের দোকান থেকে মাদক কারবার পরিচালিত হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যক্রম চলছিল। অভিযানে দোকান মালিক অর্জুন সরকারকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, তার বাড়িতেও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।

ধৃত অর্জুন সরকারকে জিজ্ঞাসাবাদ করে কারবারের সময়কাল ও এতে জড়িত অন্যান্য ব্যক্তিদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মাদক পাচারের চক্র এবং এর নেটওয়ার্ক সম্পর্কে বিশদে তদন্ত চলছে। অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

Big success in Siliguri SOG and Bhaktinagar police operation Rs 10 lakh drug recovered

পুলিশের এই অভিযান মাদক চক্রের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ। প্রশাসন জানিয়েছে, মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে পরিচালিত হবে। শিলিগুড়ির বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং পুলিশের এমন তৎপরতায় এলাকায় মাদকের রমরমা বন্ধ হবে বলে আশা করছেন।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই অভিযান শুধু এলাকার মাদক কারবারিদের নয়, এই ধরনের বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত বড় চক্রের বিরুদ্ধে বার্তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *