জলপাইগুড়ি : ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শনিবার একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বল্পমূল্যে চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হয় সানুপাড়ার “ভালোবাসার দোকান”-এ। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরে ৫০ জন মানুষ চোখ পরীক্ষা করান। তাঁদের জন্য স্বল্পমূল্যে ওষুধ এবং চশমা সরবরাহ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ মৌসুমি সূত্রধর এবং সিফা শবনম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, যুব কংগ্রেসের সভাপতি মহ: মহবুল, অতসী সরকার, তিতলী সূত্রধর, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

শিবির শেষে প্রবীণ কংগ্রেস নেতা রাজেন্দ্র রজককে সম্বর্ধনা প্রদান করেন সুখবাহাদুর লামা।
এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে। চোখের স্বাস্থ্য সুরক্ষায় কংগ্রেসের এই আয়োজন সমাজের নানা স্তরের মানুষের জন্য বিশেষ সহায়ক হয়েছে।