ধূপগুড়িতে পাঁচদিনব্যাপী চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী

ধুপগুড়ি : ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচদিনব্যাপী চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হলো। থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের উদ্যোগে গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় ২৯ ডিসেম্বর। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার চিত্রশিল্পীদের সৃষ্টিকর্ম প্রদর্শন এবং ভাস্কর্যকে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছিল।

প্রদর্শনীতে উত্তরবঙ্গের চিত্রশিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্য তুলে ধরা হয়। পাশাপাশি, বসে আঁকা প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

A five-day art and sculpture exhibition at Dhupaguri

উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী শুধুমাত্র বর্তমান চিত্রশিল্পীদের সৃষ্টিকর্ম প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, প্রয়াত চিত্রশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রয়াসও। প্রয়াত শিল্পীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই অনুষ্ঠানে।

সংস্থার সদস্য উদয় ভৌমিক বলেন, “এই প্রদর্শনী এবার তৃতীয় বছরে পদার্পণ করল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার প্রতিভাবান চিত্রশিল্পীদের আঁকা ছবি এবং ভাস্কর্যকে একত্রিত করে প্রদর্শন করার জন্যই এই উদ্যোগ। আগামীতে আমরা এই প্রদর্শনীকে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা করছি।”

এই প্রদর্শনী শুধু শিল্পীদের সৃষ্টিকর্মকে তুলে ধরেনি, বরং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বলে জানিয়েছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *