২০২৬ সালের আগেই তৃণমূল সরকারের পতন হবে: শমীক ভট্টাচার্য

কামারহাটি: তৃণমূল সরকার ২০২৬ সালের আগেই ক্ষমতা হারাবে, এমনই দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। রবিবার কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

শমীক ভট্টাচার্য জানান, বিজেপির সদস্যতা অভিযান ইতিমধ্যেই সারা দেশে বিপুল সাড়া পেয়েছে। প্রায় ১৩ কোটি মানুষ ইতোমধ্যেই বিজেপির সদস্য হয়েছেন। তাঁর মতে, মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদানই প্রমাণ করে যে তৃণমূল সরকারের প্রতি মানুষের আস্থা উঠে গেছে।

সদস্যতা অভিযান কর্মসূচির সময় কামারহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রদীপ পালের সঙ্গে সাক্ষাৎ করেন শমীক ভট্টাচার্য। কথোপকথনের সময় প্রদীপ বাবুকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শমীক ভট্টাচার্যের দাবি, রাজ্যে ক্রমবর্ধমান দুর্নীতি, জনবিরোধী নীতি এবং প্রশাসনিক অপদার্থতার ফলে মানুষের ক্ষোভ তৃণমূল সরকারের প্রতি চরমে পৌঁছেছে। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকার বিদায় নেবে বলে তার দৃঢ় বিশ্বাস।

এদিনের কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি সফল হয়েছে বলে জানিয়েছেন দলের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *