তিস্তা স্পারে বছরের শেষ দিন ঘিরে পিকনিকের জমজমাট আড্ডা

জলপাইগুড়ি : বছরের শেষ দিনকে স্মরণীয় করে তুলতে পিকনিকের উৎসব মুখর আবহে জমজমাট হয়ে উঠল জলপাইগুড়ির তিস্তা স্পার। শহর সংলগ্ন এলাকার আট থেকে আশি—সকলেই ভিড় জমালেন পিকনিকের আনন্দে মেতে উঠতে।

পিকনিকে অংশ নিতে আসা মুন্নি দাস জানান, “টিফিনের সঙ্গে ফুচকা খাওয়ার পর পিকনিকের মেনুতে ছিল ফ্রাইড রাইস ও নানা রকমারি খাবার। বছরের শেষ দিন একসঙ্গে আড্ডা, হৈহুল্লোড় আর খাওয়াদাওয়ার আনন্দ উপভোগ করছি।”

তিস্তা স্পারের মনোরম পরিবেশ এবং পিকনিকের মজার মুহূর্ত তুলে ধরে শিউলি দাস বলেন, “পিকনিকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কারি, পাপড় ভাজা। সবাই মিলে আনন্দে দিন কাটাচ্ছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর।”

তিস্তা নদীর ধারে সবুজ ঘেরা পরিবেশে পিকনিকের এমন উৎসব আয়োজনে শহরের মানুষজন দিনভর আনন্দে মেতে ওঠেন। কেক কাটা, ফুচকা খাওয়া থেকে শুরু করে রকমারি খাবারের মেনু—সবই বছরের শেষ দিনকে স্মরণীয় করে তুলেছে।

তিস্তা স্পারে এমন পিকনিকের দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে, বছরের শেষ দিন উদযাপনে শহরের মানুষ কতটা উচ্ছ্বসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *