জলপাইগুড়ি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ড. বি.আর. আম্বেদকরকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল সংগঠিত করল বৃহত্তর বাম ঐক্য। এই মিছিলের মধ্য দিয়ে আন্দোলনকারীরা তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের মন্তব্য শুধু ড. আম্বেদকরের মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং দেশের সংবিধানের মূল চেতনাকেও আঘাত করেছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে গোটা দেশজুড়ে ধিক্কার মিছিল করছে বিভিন্ন বাম সংগঠন। তাঁদের মতে, ড. আম্বেদকর শুধুমাত্র সংবিধানের রূপকার নন, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতবাসীর সমানাধিকারের লড়াইয়ের প্রতীক। তাই তাঁর প্রতি এমন অসম্মান মেনে নেওয়া যায় না। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
ধিক্কার মিছিলের আয়োজকরা আরও জানিয়েছেন, এই আন্দোলন কেবলমাত্র প্রতিবাদের আওয়াজ তুলে থেমে থাকবে না। তাঁরা এই ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে একটি বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবেন।