এঞ্জেলস হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের জন্য কম্বল বিতরণ

জলপাইগুড়ি : নতুন বছরের প্রথম দিন অসহায় বয়স্কদের পাশে দাঁড়ালো এঞ্জেলস হেল্প ফাউন্ডেশন। বুধবার রাজবাড়ী এলাকায় ফাউন্ডেশনের অফিস সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে প্রায় ১০০ জন বৃদ্ধ-বৃদ্ধার হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এই উদ্যোগে কম্বলের পাশাপাশি বয়স্কদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়। তাদের কলা ও বিস্কুট দেওয়া হয়। ফাউন্ডেশনের অন্যতম সদস্য রিম্পা কর জানান, “আমরা প্রতিকূলতা সত্ত্বেও সাধারণ মানুষকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত পাঁচ বছর ধরে সুদীপ রায় সহ বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে সাহায্য করছেন, যা এই কার্যক্রমকে চালিয়ে যেতে সহায়ক হয়েছে।

ফাউন্ডেশন বড় সামাজিক সংগঠন না হলেও তাদের কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা কুড়িয়েছে। সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

রিম্পা কর আরো বলেন, “আমাদের সংগঠন ছোট হলেও আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কর্মসূচি আমাদের সামর্থ্য অনুযায়ী চালিয়ে যেতে চাই।”

এমন উদ্যোগ নতুন বছরে বয়স্কদের জীবনে উষ্ণতার পরশ এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *