জলপাইগুড়ি : ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক, আইসিএসই এবং হাই মাদ্রাসা পরীক্ষার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের কনফারেন্স রুমে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৭ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে ল্যাপটপ, শংসাপত্র, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং বইপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভীন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মন্ত্রী বুলুচিক বরাইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় এবং মহুয়া গোপ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
জেলা শাসক শামা পারভীন বলেন, কৃতী ছাত্র-ছাত্রীদের এ ধরনের সম্মান তাদের ভবিষ্যতে আরও উৎসাহিত করবে।
রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, শিক্ষার্থীদের সাফল্য জলপাইগুড়ির গর্ব। তাদের ভবিষ্যৎ উন্নতির জন্য আমরা সর্বদা পাশে আছি।