বাংলায় জঙ্গিদের ঘাঁটি তৈরি হয়েছে, দাবি অর্জুন সিংয়ের

নবদ্বীপ : বাংলায় জঙ্গিদের ঘাঁটি তৈরি হয়েছে বলে অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার নবদ্বীপ আদালতে হাজিরা দিতে এসে তিনি এই মন্তব্য করেন।

প্রসঙ্গত, করোনার সময় নবদ্বীপ শহরে মিছিল করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় এদিন আদালতে হাজিরা দিতে এসেছিলেন অর্জুন সিং। আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলাদেশে যারা হিন্দুদের নিধন করছে, তাদের সুকৌশলে এদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলায় এখন জঙ্গিদের জন্য হাব তৈরি হয়েছে।”

Arjun Singh claims base of militants has been created in Bengal

তিনি আরও অভিযোগ করেন, “জঙ্গিরা বাংলায় আস্থানা গেড়ে ভুয়ো নথি বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঢুকে পড়ছে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

তবে এই বিষয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। পুলিশ ও প্রশাসন থেকে বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *