নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : মহান দেশনায়ক নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী গৌরবের সাথে উদযাপন করা হল রাহুত বাগান মোড় নেতাজী সংঘ ও পাঠাগার এর পক্ষ থেকে। ক্লাবের পক্ষ থেকে প্রথমে পতাকা উত্তোলন তারপরে নেতাজি সম্পর্কে বক্তৃতা এবং আলোচনা করা হয়। পাশাপাশি পদযাত্রা বার করা হয়। পদযাত্রাটি রাহুত বাগান মোড় থেকে শুরু হয়ে পাঙ্গা সাহেব বাড়ি হয়ে মুন্নাজ হ্যাপি হোম স্কুল পর্যন্ত গিয়ে আবার রাহুত বাগানে এসে শেষ হয়।

পথযাত্রায় কচি-কাঁচা, বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী, ক্লাবের সদস্য-সদস্যা, অভিভাবক, ব্যবসায়ী, এলাকাবাসী, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী সহ প্রায় দুই শতাধিক মানুষ এই পদযাত্রায় অংশগ্রহন করেন।