কলকাতা : পুরোনো মামলায় তলব করা হলেও হাজিরা এড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তাঁর পুত্র পবন কুমার সিং। বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অর্জুন সিংকে এবং সিআইডি পবন কুমার সিংকে তলব করেছিল।
প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, তিনি তদন্তকারীদের কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো নয় এবং একই দিনে কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি রয়েছে। তাঁর দাবি, তাঁর পুত্র পবন কুমার সিং এনআইএ-র কাছে একটি ঘটনার সাক্ষ্য দিতে যাবেন।

অর্জুন সিং অভিযোগ করেন, সিআইডি গভীর রাতে তাঁর পুত্রকে নোটিশ পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “চটি চেটে দলদাসে পরিণত হওয়ায় তারা এএম এবং পিএম বুঝতে পারছে না। চটি চাটতে গেলে আইন বোঝার দরকার নেই।”
তাঁর আরও অভিযোগ, বর্তমান মমতা সরকার ইউনুস সরকারের মতোই পরিচালিত হচ্ছে। তিনি সতর্ক করেন, ভবিষ্যতে দলদাস পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।