জলপাইগুড়িতে শুরু হল ৬৬তম জেলা আন্তঃ ক্লাব অ্যাথলেটিক মিট

জলপাইগুড়ি : আজ থেকে জলপাইগুড়ি জেলার বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে শুরু হল জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ৬৬তম জেলা আন্তঃ ক্লাব অ্যাথলেটিক মিট। এই প্রতিযোগিতায় জেলার ধূপগুড়ি, মালবাজার ও জলপাইগুড়ি সাব ডিভিশনের ২২টি ক্লাব থেকে মোট ৫৫৬ জন অ্যাথলেট অংশগ্রহণ করেছেন।

প্রতিযোগিতার সূচনা করেন সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস, যিনি পতাকা উত্তোলনের মাধ্যমে মিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিযোগিতার প্রথম দিনে ছাত্রদের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। আগামীকাল ছাত্রীদের ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে।

মোট ৮৮টি ইভেন্ট ও ৬টি রিলে ইভেন্ট এই মিটে অন্তর্ভুক্ত রয়েছে। এখান থেকে জেলা দল নির্বাচন করা হবে, যারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় জলপাইগুড়ির প্রতিনিধিত্ব করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার একাধিক প্রাক্তন খেলোয়াড় অংশগ্রহণ করেন। আয়োজক সংস্থা জানিয়েছে, প্রতিযোগিতা দশটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন।

66th District Inter Club Athletic Meet started at Jalpaiguri

সংস্থার এক কর্মকর্তা বলেন, “জেলা স্তরের প্রতিযোগিতা থেকে আমরা সেরা প্রতিভাগুলোকে তুলে আনতে চাই। এ ধরনের ইভেন্ট জেলার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।”

প্রতিযোগিতার দ্বিতীয় দিনের শেষে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *