কাউগাছির বিবেকনগরে বচসার জেরে ছুরিকাঘাতে আহত যুবক, অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্বজিৎ নাথ : বচসার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে শ্যামনগরের বাসুদেবপুর থানার অন্তর্গত কাউগাছি-১ পঞ্চায়েতের বিবেকনগর আমবাগান এলাকায়। আক্রান্ত যুবক বাসু গায়েন বর্তমানে কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দেবাশীষ মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবাশীষ মন্ডলের পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তার স্ত্রী-র সঙ্গে অশান্তি চলছিল। শুক্রবার সকালেও তাদের মধ্যে গন্ডগোল বাধে। বিষয়টি মেটানোর জন্য ওই দিন সন্ধ্যায় স্থানীয় ভ্রাতৃ সংঘ ক্লাবে দেবাশীষকে ডাকা হয়। তবে দেবাশীষ সেই ডাকে সাড়া দেননি।

A young man was stabbed in Viveknagar Kaugachi

রাতের দিকে ঝামেলা মেটানোর উদ্দেশ্যে বাসু গায়েন-সহ কয়েকজন দেবাশীষের বাড়িতে গেলে, আচমকা দেবাশীষ বাসুর পেটের বাঁদিকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ। বাসুকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে বাসুদেবপুর থানার পুলিশ অভিযুক্ত দেবাশীষ মন্ডলকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *