শিলিগুড়িতে এসটিএফের অভিযানে কোকেন উদ্ধার, গ্রেফতার এক

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের ডাঙ্গিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৩ গ্রাম কোকেন উদ্ধার করল এসটিএফ এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শর্তাজ আলম নামে এক ব্যক্তিকে।

Cocaine recovered during STF operation in Siliguri

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে যৌথভাবে অভিযান চালায় এসটিএফ ও খালপাড়া আউটপোস্টের পুলিশ। অভিযুক্ত শর্তাজ আলমের বাড়ি তল্লাশি চালিয়ে ৯৩ গ্রাম কোকেন উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।

পুলিশ আরও জানায়, ধৃত শর্তাজ আলম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। রবিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে। এই ঘটনায় শহরে মাদকচক্রের যোগসূত্র নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *