ভাটপাড়া : পুরানো একটি মামলায় তৃতীয়বার সিআইডির তলব পেয়ে এদিন ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং। এর আগে দু’বার ডাকা হলেও তিনি হাজিরা দেননি। তবে এবার তিনি সিআইডির তলবে সাড়া দিয়েছেন।
ভাটপাড়ার জগদ্দলের মজদুর ভবন অফিস থেকে বেরোনোর সময় পবন সিং অভিযোগ করেন, “বিজেপি করার অপরাধে আমাকে বারবার তলব করে হেনস্থা করা হচ্ছে।”

কী নিয়ে মামলা? পবন সিং জানান, ২০১৮ সালে পুরসভার দেওয়া একটি কাজের বরাত পেয়েছিল একটি কোম্পানি, যার ঘুমন্ত পার্টনার ছিলেন তিনি। তখন তিনি ব্যবসার কাজে বিদেশে ছিলেন। সেই কোম্পানি কাজ সময়মতো শেষ করতে না পারায় পুরসভা আরও সময় চাইলেও তা দেওয়া হয়নি। ২০২০ সালের ২৮ জুলাই পুরসভা ওই কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে।
তিনি আরও অভিযোগ করেন, “যখন আমার বাবা তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন এই মামলা হোল্ডে ছিল। এখন বাবা বিজেপিতে যোগ দেওয়ার পরই মামলাটি ফের খোলা হয়েছে।”
আগের জিজ্ঞাসাবাদ : পবন সিং জানান, এই মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট তাকে আগে দু’বার জিজ্ঞাসাবাদ করেছিল। তবে এবার সিআইডি সরাসরি তলব করেছে।
বিধায়ক পবন সিংয়ের এই অভিযোগ রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। ভবানী ভবনে সিআইডির সঙ্গে তার জিজ্ঞাসাবাদে কী উঠে আসে, তা নিয়েই এখন নজর সকলের।