সনাতনীরা না জাগলে ভবিষ্যতে বাংলা থেকে পালাতে হবে: অর্জুন সিং

বিশ্বজিৎ নাথ : “সনাতনীরা এখনও না জাগলে আগামী দিনে বাংলা ছেড়ে পালাতে হবে,” এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

অর্জুন সিং অভিযোগ করেন, “বাংলাদেশ থেকে জেহাদিরা বাংলায় ঢুকে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এমনকি পাসপোর্টও বানিয়ে নিচ্ছে।” তিনি সনাতনীদের প্রতি আহ্বান জানান, রাজ্যের পরিস্থিতি পরিবর্তনে তারা যেন সক্রিয় হন।

মেদিনীপুর মেডিকেল কলেজে ভেজাল স্যালাইনের কারণে এক প্রসূতির মৃত্যু এবং আরও কয়েকজনের অসুস্থতার প্রসঙ্গ টেনে অর্জুন সিং বলেন, “রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি চরমে পৌঁছেছে।” তিনি দাবি করেন, “আর জি কর হাসপাতাল কান্ডের সময় দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। সন্দীপ নামে একজন গ্রেপ্তার হয়ে জেলও খেটেছিলেন।”

প্রাক্তন সাংসদ আরও বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও জাল কীট কেলেঙ্কারি হয়েছিল। বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ গোবিন্দ সারদার কোম্পানি সেই সময় কীট সরবরাহ করেছিল এবং ওই ঘটনায় কয়েকজন জেলেও গিয়েছিলেন।

রাজ্যের সরকারি হাসপাতালগুলোর ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলোতে ভেজাল ওষুধের রমরমা চলছে বলেও অভিযোগ করেন তিনি। অর্জুন সিং বলেন, “এই পরিস্থিতি বদলাতে গণবিদ্রোহ ছাড়া আর কোনো পথ নেই।”

এদিন তাঁর মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *