জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে তিনদিনব্যাপী আয়ুষ মেলা শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুষ শাখার উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। বুধবার মেলার প্রথম দিনে আয়ুষ মেলার তৃতীয় বর্ষের শুভ সূচনা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন জেলাশাসক শামা পারভিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার এবং জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ।
মেলায় হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, এলোপ্যাথি, এবং যোগাসনের মতো বিভিন্ন চিকিৎসা পদ্ধতির উপকারিতা তুলে ধরা হয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলগুলির মাধ্যমে এই তথ্যগুলো জনসাধারণের কাছে তুলে ধরা হয়। মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা দর্শকদের মন জয় করেছে।
জেলাশাসক শামা পারভিন বলেন, “আয়ুষ মেলা জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে আয়ুর্বেদিক চিকিৎসার পাশাপাশি অন্যান্য প্রাচীন পদ্ধতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।”
ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার (আয়ুষ) ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় জানান, “আয়ুষ মেলার মাধ্যমে মানুষকে প্রাচীন ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয় সম্পর্কে সচেতন করা হচ্ছে। এটি একটি ইতিবাচক উদ্যোগ।”
মেলায় চিকিৎসা পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিভিন্ন শারীরিক কসরত ও যোগাভ্যাসের কার্যকারিতা সম্পর্কে অবহিত করা হচ্ছে।