বিষাক্ত স্যালাইন কান্ডে মমতা ব্যানার্জির নামে এফআইআর করার দাবি অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইনের কারণে এক প্রসূতি ও এক শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য। এই ঘটনার জেরে বৃহস্পতিবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং মন্তব্য করেন, “এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত।”

প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইনের কারণে কয়েকদিন আগে এক প্রসূতির মৃত্যু হয়। বৃহস্পতিবার সেখানেই এক শিশুর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে অর্জুন সিং বলেন, “মমতা ব্যানার্জি পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের দমাতে চাইছেন। কিন্তু নোটিশ বা মামলার ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না। মুখ্যমন্ত্রীর উচিত সমস্ত মামলার তদন্তভার সিবিআই বা ইডির হাতে তুলে দেওয়া।”

অন্যদিকে, প্রাক্তন সাংসদকে ব্যারাকপুর কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট থেকে একাধিক মামলায় তলব করা হয়েছে। তিনি জানান, ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহার দায়ের করা মামলায় শুক্রবার তাঁকে ডাকা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ২৫ ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় ২১ জানুয়ারি তাঁকে তলব করা হয়েছে।

অর্জুন সিং দাবি করেন, “রাজ্যের সিআইডি, ডিডি এবং পুলিশের মেরুদণ্ড বলে কিছু নেই। আইন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। ভূলে ভরা নোটিশ পাঠিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, ভাটপাড়ায় বেআইনি নির্মাণের অভিযোগে যে মামলা করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর মতে, “যে নির্মাণ নিয়ে অভিযোগ, তা ২০১৮ সালে সিসি পেয়েছে। অথচ এখন সেই বিষয়ে মামলা করা হচ্ছে।”

বিষাক্ত স্যালাইন কান্ড নিয়ে তিনি বলেন, “এটা মমতা সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে।”

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে। বিষাক্ত স্যালাইন কান্ড নিয়ে বিরোধীদের চাপের মুখে সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর থাকবে সবার।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *