শিলিগুড়ি : শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ঠাকুরনগর এলাকায় সোমবার সকালে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ঠাকুরনগরের বাসিন্দা বিভীষণ মাহাতো এবং বিহারের বেগুসরাই জেলার বাসিন্দা স্বপন মাহাতো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় কাজে যাওয়ার জন্য রেললাইন পার করছিলেন ওই দুই ব্যক্তি। সেই সময় গৌহাটিগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেললাইনে অসতর্কভাবে চলাচলের জন্য এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের তরফে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ।