জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর ব্লকের কৃষকরা সহায়ক মূল্যে ধান বিক্রি শুরু করেছেন। সোমবার সদর ব্লকের চরক ডাঙ্গি এলাকায় একটি ধান বিক্রয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে কৃষকরা ২,৩০০ টাকা প্রতি কুইন্টাল দরে ধান বিক্রি করেন।
সংশ্লিষ্ট সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের ধান ক্রয়ের নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মেনেই এই ক্যাম্প আয়োজিত হয়। প্রথমে কৃষকরা অনলাইনে বুকিং করেন এবং এরপর সংশ্লিষ্ট সমিতির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ক্যাম্পে কৃষকরা ধান নিয়ে আসেন এবং সরকারি নিয়ম মেনে তা বিক্রি করা হয়।
এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন সমিতির পক্ষে পিও (প্রকিউরমেন্ট অফিসার) ও ডিও (ডিস্ট্রিক্ট অফিসার)। জানা গেছে, সপ্তাহে দু-তিনবার এ ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে কৃষকরা সুবিধামত ধান বিক্রি করতে পারেন।