শিলিগুড়িতে ২৩টি চুরি যাওয়া সাইকেল উদ্ধার, ধরা পড়ল মূল পান্ডা

শিলিগুড়ি: সাইকেল চুরি কাণ্ডে পুলিশের হাতে ধরা পড়ল দীর্ঘদিন ধরে চুরি চালিয়ে যাওয়া এক চক্রের মূল পান্ডা। শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থানার এলাকায় গত দুই মাসে প্রায় ২৩টি সাইকেল চুরি যাওয়ার ঘটনায় পুলিশ তদন্তে নামে। এরই ফলস্বরূপ, শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সাইকেলগুলো।

দু’মাস ধরে সাইকেল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করে। শেষপর্যন্ত সাফল্য আসে, এবং চুরি যাওয়া সাইকেলগুলো উদ্ধার করা সম্ভব হয়। শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থানা এলাকার একাধিক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এই সাইকেলগুলো।

পুলিশ জানিয়েছে, সাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তদন্তে উঠে এসেছে যে, এই চক্রের মূল পান্ডাই এই সমস্ত চুরির জন্য দায়ী। অবশেষে, পুলিশের তৎপরতায় ধরা পড়েছে সে।

এই বিষয়ে নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি ডেপুটি পুলিশ কমিশনার ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ধৃত ব্যক্তি একাধিকবার এলাকায় সাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে এবং উদ্ধারকৃত সাইকেলগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করছিল।

চুরি যাওয়া সাইকেল উদ্ধারের পর এলাকাবাসী পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা আশা করছেন, এ ধরনের চুরির ঘটনা আর ঘটবে না এবং পুলিশ সক্রিয়ভাবে এই ধরনের অপরাধ ঠেকাবে।

উদ্ধার হওয়া সাইকেলগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *