ট্রেনে বিরাট অভিযান: ১৫ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার ২

শিলিগুড়ি: ট্রেনে মাদক পাচার রোধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল শিলিগুড়ি GRP পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ডাউন নওগাঁ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

রেল পুলিশের উচ্চপদস্থ কর্তা এসআরপি কুনোয়ার ভূষণ সিংয়ের কাছে গোপন সূত্রে খবর আসে যে ট্রেনে ব্রাউন সুগার পাচার হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তিনি স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি জিআরপিকে দ্রুত অভিযান চালানোর নির্দেশ দেন। অভিযানে মুস্তাক শেখ এবং রাকিব শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মুস্তাক শেখ: বাসিন্দা মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ।

রাকিব শেখ: বাসিন্দা মালদার মৌজমপুর।

ধৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক গৌহাটি থেকে মালদায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় বিশেষ ভূমিকা পালন করেন স্পেশাল অপারেশন গ্রুপের ওসি আয়ত্রী গাঙ্গুলী এবং এনজেপি জিআরপির আইসি প্রেমাশীষ চট্টরাজ।

ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। তাদের রিমান্ডে নিয়ে এই মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ।

এদিনের অভিযানে রেল পুলিশের সক্রিয় ভূমিকা এবং গোয়েন্দা বিভাগের তৎপরতা বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *