Cricket : রঞ্জি ট্রফিতে অঘটন: তারকাসমৃদ্ধ মুম্বাইকে হারাল জম্মু-কাশ্মীর

ডিজিটাল ডেস্ক : রঞ্জি ট্রফি ক্রিকেটে বড় অঘটন ঘটল। দেশের ক্রিকেটের অন্যতম সেরা দল মুম্বাইকে আড়াই দিনেই হারিয়ে দিল জম্মু-কাশ্মীর। পাঁচ উইকেটে এই ঐতিহাসিক জয় তুলে নিয়ে নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিল জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা।

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), শিবম দুবে এবং শার্দুল ঠাকুরের মতো তারকাদের নিয়ে গঠিত মুম্বাই দল। এক ঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটারের উপস্থিতিতে তারা শক্তিশালী হিসেবেই ধরা হচ্ছিল। কিন্তু জম্মু-কাশ্মীরের লড়াকু ক্রিকেটারদের সামনে মুম্বাই কার্যত ধরাশায়ী।

প্রথম দিনেই জম্মু-কাশ্মীরের বোলাররা বুঝিয়ে দেন, তারা প্রতিপক্ষের নাম দেখে ভয় পাওয়ার পাত্র নন। যুদ্ধবীর সিং, আকিব নবী এবং উমর নজিরের বোলিং তোপে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় মুম্বাই। দলের পক্ষে একমাত্র লড়াই করেন শার্দুল ঠাকুর, যিনি ৫১ রান করেন।

প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর ২০৬ রান তোলে। তারা প্রথম ইনিংসে ৮৬ রানের লিড নিয়ে ম্যাচে সুবিধাজনক অবস্থান তৈরি করে।

মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটে। যদিও শার্দুল ঠাকুরের ১১৯ রানের ইনিংস মুম্বাইকে ২৮৫ রান করতে সাহায্য করে। তবুও, ২০৫ রানের টার্গেট জম্মু-কাশ্মীর সহজেই পাঁচ উইকেট হারিয়ে পূরণ করে।

জম্মু-কাশ্মীরের এই জয়ে মূল ভূমিকা নেন তাদের বোলাররা। যুদ্ধবীর সিং ৭ উইকেট, আকিব নবী ও উমর নজির ৬টি করে উইকেট নেন। তাদের বিধ্বংসী বোলিংয়ের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপ।

এই ম্যাচ স্পষ্ট করল যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। আন্তর্জাতিক তারকারা থাকা সত্ত্বেও মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে জম্মু-কাশ্মীর বুঝিয়ে দিল, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।

এই জয়ে জম্মু-কাশ্মীর শুধু একটি ম্যাচই জিতল না, বরং ভারতীয় ক্রিকেটের মানচিত্রে নিজেদের পরিচিতি আরও মজবুত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *