জলপাইগুড়ি উৎসব উপলক্ষ্যে জলপাইগুড়ি রান অনুষ্ঠিত হল

জলপাইগুড়ি : জলপাইগুড়ি রান ২০২৫ অনুষ্ঠিত হল শনিবার। আজ জলপাইগুড়ি উৎসবের শেষ দিন। এদিন ন‍্যাশনাল ভোটারস ডে উপলক্ষে জলপাইগুড়ি রান এন্ড ওয়াক ফর ফান অনুষ্ঠিত হয় শহরে। এদিন সকাল থেকেই শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে ১০ কিমি, ৫ কিমি এবং ২ কিমি ফান ওয়াকের আয়োজন করা হয়। ছোট-বড়ো, নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। জলপাইগুড়ি জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরে এবারে প্রথম জলপাইগুড়ি উৎসব (২০২৫) আয়োজন করা হয়েছে।

শহরের পি ডাব্লিউ ডি মোড় থেকে ম্যারাথন দৌড়ের সূচনা করেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত।

ম্যারাথনের জন্য শনিবার ভোর থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা থাকায় সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসনের প্রশংসা করেছেন স্থানীয়রা।

Jalpaiguri Run held on the occasion of Jalpaiguri Festival

উল্লেখ্য জলপাইগুড়ি উৎসবের অংশ হিসেবে ২২ শে জানুয়ারি থেকে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে। এই উৎসব শহরবাসীর জন্য একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে রয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *