অর্জুন সিংয়ের নিশানায় ফিরহাদ হাকিম, তোপ দাগলেন শাসকদলের বিরুদ্ধে (ভিডিও সহ)

বিশ্বজিৎ নাথ : রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ শানালেন বিজেপি নেতা অর্জুন সিং। রবিবার সন্ধ্যায় হাজিনগর ছাইগাদা ময়দানে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন তিনি।

Firhad Hakim targeted by Arjun Singh

অর্জুন সিং বলেন, “ফিরহাদ হাকিমের কথা শুনবে রোহিঙ্গারা, লুটেরা, ডাকাতেরা। কিন্তু বাংলার মানুষ তাঁর কথা শুনবে না।” এদিন তিনি অভিযোগ করেন যে বাংলায় গণতন্ত্র বলে কিছুই অবশিষ্ট নেই, বর্তমানে রাজ্যে চলছে “ডাকাততন্ত্র”। পানিহাটির নির্যাতিত পরিবারের দাবি-দাওয়াকে সমর্থন করে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

শীতবস্ত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হালিশহরের প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সুদীপ্ত দাস, সন্তোষ রায়, রবি শঙ্কর সিং, অমিত চৌবে এবং রূপক মিত্র-সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

অর্জুনের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *