কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের জেনারেটরের ৪টি ব্যাটারি চুরি, তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হাই ভোল্টেজ জেনারেটরের ৪টি ব্যাটারি চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। চুরির ঘটনাটি ঘটে স্টেডিয়ামের ১৩ নম্বর গেটের পাশে থাকা জেনারেটর ঘরে। লোহার গেটের হ্যাসপল ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানানো হয় শিলিগুড়ি পুরনিগমের কর্মরত অফিসারকে। এরপর খবর পৌঁছায় শিলিগুড়ি থানায়।

শিলিগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি ব্যাটারির ক্ষমতা আনুমানিক ১৮০ এম্পায়ার এবং একেকটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। চুরি যাওয়া ৪টি ব্যাটারির মোট মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে অনুমান করা হচ্ছে।

চুরির কারণ ও চোরের দল কীভাবে এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই চুরির ঘটনায় স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

4 generator batteries stolen from Kanchenjunga Stadium

পুলিশ সূত্রে জানা গেছে, খুব শিগগিরই চুরির সঙ্গে জড়িতদের ধরতে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *