জলপাইগুড়ি: রাজ্যের শ্রমিক আন্দোলনে কংগ্রেসের প্রভাব বাড়ছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৬০ জন শ্রমিক জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC-তে যোগ দিলেন।

শ্রমিকদের কংগ্রেসে যোগদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ও জেলা INTUC-এর সভাপতি দেবব্রত নাগ। তাঁরা শ্রমিকদের দলে স্বাগত জানান এবং আশ্বাস দেন যে কংগ্রেস সবসময় শ্রমিকদের পাশে থাকবে।
এই যোগদান পর্বে জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। তাঁদের মতে, তৃণমূল সরকারের শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদেই শ্রমিকরা কংগ্রেসে যোগ দিচ্ছেন। জেলা কংগ্রেস শ্রমিকদের স্বার্থরক্ষা ও তাঁদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।