যুবসমাজকে মাঠে নামার বার্তা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ

নানুর: যুবসমাজকে সোশ্যাল মিডিয়ার বদলে খেলার মাঠে নামার বার্তা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। শুক্রবার নানুর পঞ্চায়েত সমিতির মাঠে অনুষ্ঠিত বোলপুর মহকুমার ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন কাজল শেখ। এরপর বাংলার মাটি বাংলার জল গানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। মহকুমার বিভিন্ন ব্লকের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি কাজল শেখ বলেন, “এখনকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ব্যস্ত থাকার বদলে যদি তারা খেলার মাঠে আসে, তাহলে শরীরচর্চা হবে এবং শরীর-মন দুটোই সুস্থ থাকবে।”

Birbhum District Council President Kajal Sheikh gave a message to the youth to take to the field

ক্রীড়া প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে বই তুলে দেন কাজল শেখ। তিনি বলেন, “খেলার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শুধু জ্ঞান বাড়বে না, মানসিক বিকাশও ঘটবে।”

এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *