বিশ্বজিৎ নাথ : তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে নৈহাটিতে। এই খুনের জন্য ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সরাসরি অভিযোগের তির ছুড়েছেন অর্জুন সিংয়ের দিকে। তবে পাল্টা আক্রমণ করেছেন অর্জুনও।
শনিবার, পার্থ ভৌমিককে ‘ক্রিমিনাল’ বলে দাবি করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার কথায়, “পার্থ ভৌমিকের আশপাশেই ঘুরে বেড়ায় লোটো গুড্ডু, বালি মাফিয়া রণ কর্মকারের মতো দুষ্কৃতীরা। গুন্ডাদের মদতেই চলছে নৈহাটি।”

এছাড়াও, জগদ্দলের মজদুর ভবনে হামলার হুঁশিয়ারির প্রসঙ্গে অর্জুনের পাল্টা মন্তব্য, “পার্থকে দিল্লিতে সংসদ ভবনে তো যেতেই হবে, তখন কী হবে?” তার দাবি, “শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান নৈহাটি এখন গুন্ডাদের কবলে চলে গেছে।”
এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে।