পিচে আটকে মৃত্যুর মুখে গোখরো, সর্প প্রেমীদের প্রচেষ্টায় উদ্ধার (ভিডিও সহ)

জলপাইগুড়ি : জলপাইগুড়ি রানীনগর শিল্প তালুকের একটি পিচ কারখানায় খাবার সংগ্রহ করতে গিয়ে পিচের ড্রামের ঢাকনায় আটকে পড়ে একটি পূর্ণ বয়স্ক গোখরো সাপ। আটকে পড়ার ফলে সাপটি গুরুতর বিপদের মুখে পড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সর্প প্রেমী অংকুর দাস, অনির্বাণ দে সরকার ও বিনোদ আগরওয়াল। তারা সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সাপটি সুস্থ থাকায় বন বিভাগের অনুমতি নিয়ে সেটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অংকুর দাস জানান, “সাপটিকে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে। প্রাথমিক চিকিৎসার পর যখন দেখি সাপটি সুস্থ, তখন বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সেটিকে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি।”

এই উদ্যোগে সর্প প্রেমীদের তৎপরতা যেমন প্রশংসনীয়, তেমনই এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *