শিলিগুড়িতে ছেলের হাতে মর্মান্তিকভাবে খুন মা, নিজেই পুলিশের কাছে স্বীকারোক্তি অভিযুক্তের

শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিজের মা’কে গলা কেটে খুন করার পর নিজেই পুলিশের কাছে ফোন করে স্বীকার করল ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম কৌশল্যা মল্লিক (৫০) এবং অভিযুক্ত ছেলের নাম অজয় মল্লিক (২২)। অজয় একটি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে মায়ের সঙ্গে তার কোনো বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। বিবাদ চরমে পৌঁছালে অজয় ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে।

খুনের কিছুক্ষণ পরই সে নিজে প্রধাননগর থানায় ফোন করে পুরো ঘটনার কথা জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অভিযুক্ত অজয় মল্লিককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

Mother murdered by son; Accused confesses to police

প্রতিবেশীদের মতে, কৌশল্যা মল্লিক দুই ছেলের সঙ্গে থাকতেন এবং প্রায়শই মদ্যপ অবস্থায় থাকতেন। মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হত। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কেউ কিছু বুঝতে পারেননি। পুলিশ এলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

এখনো পর্যন্ত হত্যার প্রকৃত কারণ স্পষ্ট নয়। প্রধাননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খুনের নেপথ্যে কোনো অতিরিক্ত কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *