জলপাইগুড়ি: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। বুধবার বিচারক রিন্টু সুর এই রায় ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে ২০১৬ সালে মালবাজার এলাকায়। দীর্ঘ শুনানির পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। মামলায় মোট ৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
আদালত অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
ভিকটিমের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে জেলা লিগাল সার্ভিস অথরিটিকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীস দত্ত বলেন, “এই রায় সমাজে একটা বার্তা দেবে যে, শিশুদের প্রতি অপরাধ করলে তার কঠোর শাস্তি হবে। ন্যায়বিচার পেয়েছে ভিকটিমের পরিবার।”
এই রায়ের ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হলো, এমনটাই মনে করছেন সমাজকর্মীরা।