মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের

জলপাইগুড়ি, ১০ ফেব্রুয়ারি : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (২০২৫) থেকে শুরু হল এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে।

সোমবার জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত নিজে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শুধু পরিদর্শনই নয়, পরীক্ষার্থীদের মানসিকভাবে চাঙ্গা করতে তাঁদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এদিন জেলা পুলিশ সুপার বলেন, “পরীক্ষাকে কেন্দ্র করে ট্রাফিক নিয়ন্ত্রণসহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করছি, মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হবে। পুলিশ প্রশাসন সর্বদা পরীক্ষার্থীদের পাশে রয়েছে।”

Jalpaiguri District Police takes special initiative to congratulate secondary school students

পরীক্ষার্থীদের মনের উদ্বেগ কমিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ প্রশংসিত হয়েছে অভিভাবক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *