নৈহাটিতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর

নৈহাটি: জনবহুল এলাকায় দিনে-দুপুরে চুরির চেষ্টা, শেষ পর্যন্ত এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ল চোর। বুধবার দুপুরে নৈহাটির টালিখোলা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী পান্না সরকারের স্ত্রী শুভ্রা সরকার সেদিন দুপুরে দরজায় তালা দিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে যান। তখন পান্না বাবু নিজের ব্যবসা কেন্দ্রে ব্যস্ত ছিলেন। তবে বাড়ি ফিরে এসে শুভ্রা দেবী দেখেন সদর দরজার তালা খোলা। সন্দেহ হওয়ায় ঘরে ঢুকতেই তিনি দেখেন, এক অচেনা যুবক আলমারি ভেঙে কিছু খোঁজার চেষ্টা করছে।

বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন শুভ্রা দেবী। মুহূর্তের মধ্যে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ভরদুপুরে জনবহুল এলাকায় তালা ভেঙে চুরির চেষ্টায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এলাকার বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে আশেপাশে চুরির ঘটনা বেড়ে চলেছে, যা নিয়ে তাঁরা যথেষ্ট উদ্বিগ্ন।

Thief caught red-handed while trying to steal from gold merchant's house

এই ঘটনার পর নৈহাটির বাসিন্দারা বাড়ির নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হতে শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, সে একা কাজ করছিল নাকি এর পেছনে কোনো বড় চক্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *