জলপাইগুড়ি: সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চন্দননগরের উদ্দেশ্যে ১৪ ফেব্রুয়ারি রওনা দিচ্ছে জলপাইগুড়ি জেলা ক্রিকেট দল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার (DSA) সচিব ভোলা মন্ডল এবং ক্রিকেট সাব-কমিটির চেয়ারম্যান অলোক সরকার।
এছাড়াও, একই সময়ে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার জেওয়াইএমএ মাঠে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের খেলাগুলি আয়োজন করা হবে। এখানে নদীয়া, বর্ধমান এবং উত্তর দিনাজপুর জেলা দল প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান ভোলা মন্ডল।

অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে জলপাইগুড়ি ক্রীড়া মহলে ইতিমধ্যেই উৎসাহের সঞ্চার হয়েছে। জেলার উদীয়মান ক্রিকেটারদের এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের দক্ষতা দেখানোর এবং রাজ্যস্তরে আরও বড় সুযোগ তৈরি করার সম্ভাবনা রয়েছে।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে জয়ের কৃতিত্ব অর্জন করবে।