ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মজয়ন্তীতে তাঁকে ভারতরত্ন প্রদানের দাবী উঠলো

জলপাইগুড়ি : রাজবংশী সমাজের প্রাণপুরুষ মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মজয়ন্তী শুক্রবার জলপাইগুড়ির রায়কতপাড়ার শনিমন্দির সংলগ্ন মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হয়।

স্মারক সমিতির পক্ষ থেকে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, স্মারক সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মা, পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়, পঞ্চানন অনুরাগী দ্বিজেন্দ্র নাথ রায়, স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন, সম্পাদক নির্মলেন্দু রায়, কাউন্সিলর তপন ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা।

Demands to confer Bharat Ratna on Thakur Panchanan Varma on his 160th birth anniversary

স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন বলেন, “পঞ্চানন বর্মার আদর্শ আজও সমাজকে পথ দেখায়। আমাদের দায়িত্ব তার স্মৃতি ও অবদানকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”

সম্পাদক নির্মলেন্দু রায় জানান, “প্রতিবছর এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। পঞ্চানন বর্মার অবদান রাজবংশী সমাজের অগ্রগতির ভিত্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *