শিলিগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস, পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। কলকাতা থেকে বিমানে এসে নামার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের আত্মত্যাগকে “অভাবনীয়” বলে উল্লেখ করেন এবং ভারতের শক্তিশালী হয়ে ওঠার প্রতি তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

তবে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রাজ্যপাল স্পষ্ট করে বলেন, “আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তাই এই বিষয়ে মন্তব্য করা আমার অবস্থান নয়।”

বাগডোগরা থেকে সড়কপথে রাজ্যপাল রওনা দেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেখানে বাতাসিয়া লুপে শহিদ জওয়ানদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

রাজ্যপালের এই সফর এবং শহিদদের প্রতি তার শ্রদ্ধাজ্ঞাপনকে ঘিরে পাহাড় জুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *