পারিবারিক বিবাদের জেরে মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, শোরগোল আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার: পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত ছাত্রের নাম সুকান্ত দেবনাথ। তার বাড়ি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চালনির পাক এলাকায়। সে স্থানীয় পদ্মেশ্বরী হাইস্কুলের ছাত্র ছিল।

শুক্রবার সন্ধ্যায় পারিবারিক সম্পত্তি নিয়ে শরিকদের মধ্যে বিবাদের জেরে শুরু হয় তুমুল ঝগড়া ও মারপিট। সেই সংঘর্ষেই গুরুতর আহত হয় সুকান্ত। সঙ্গে সঙ্গেই তাকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল জানান, “ওই ছাত্রের মাথায় গুরুতর আঘাত ছিল। ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাতেই আমরা তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। কিন্তু পরিবার তখনই নিয়ে যায়নি। শনিবার সকালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”

Tragic death of secondary school student due to family dispute

ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র রায় বলেন, “ছাত্রের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে ওদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে শরিকদের সঙ্গে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা।”

এদিকে, সুকান্তর অকালমৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার মানুষ দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *